গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় লিটু ফকির (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঠিকাদার লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বক্কর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ঠিকাদার লিটু ফকির তার ভেকু (এক্সভেটর) নিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক (যশোর-ট-১১-৪৫৩৫) পিছন দিক থেকে ভেকুটিকে ধাক্কা দেয়। এতে ঠিকাদার লিটু ফকির ঘটনাস্থলে নিহত ও অপর তিনজন আহত হন।
পরে খবর পেয়ে মুকসুদপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫