আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশকাল : মে ১৮, ২০২৩, ১২:৫৯ পি.এম
মেলান্দহে আদ্রায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক সকাল ৯:৩০ মিনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং ৯:৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৭ই মে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল করিম(ফরহাদ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেন আলতাফ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মিজান উল মওলা, মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,আবু হানিফ, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ ফরিদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা হ্যাপী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, জাতীয় শ্রমীক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমাছ, যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোয়েব হোসেন বাবু, তাতী লীগের সভাপতি আবুল হাসেম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিয়াম সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha