ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে সেমাবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমদাদুল হক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও উপজেলা ক্যাব এর সভাপতি হাজ্বী জয়নুল আবেদীন কামাল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
“মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দুষণ রোধ করি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা ক্যাব এর সাধারন সম্পাদক আসলাম বেপারী, সাংবাদিক আবুল কালাম, কাজী তায়েব হোসেন রতন কুমার টিকাদার ও সাজ্জাদ হোসেন সাজু প্রমূখ। বক্তারা যত্রতত্র পলিথিন ব্যাবহার পরিহার করে দুষনমুক্ত পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।