ফরিদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বুধবার (১৭ মে) বিকেলে জেলার বোয়ালমারীতে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ব্রি ধান-৯৬ চাষাবাদে কৃষকদের উদ্ভুদ্ধ করণে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় উপজেলার নিধিপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
নিধিপুর-দৈবকিনন্দনপুর পানি ব্যবস্থাপনা দলের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ মিলন শেখের সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলিটেটর বি এম আলমগীর কবিরের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ সহকারী কৃষি কর্মকর্তা অসিত কুমার বসু, ওয়ালিদ হাসান, মোঃইমরান হোসেন, মোঃআলমগীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ সাইদুর রহমান, শুভংকর রায়, শিশির আহমেদ, জামিরুল ইসলাম ও মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল জাতের ব্রিধান-৯৬ চাষের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অল্প জমিতে অধিকতর সাফল্য অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে কৃতি কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha