আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১০:২২ এ.এম || প্রকাশকাল : মে ১৭, ২০২৩, ৭:৫২ পি.এম
মুকসুদপুরে মাঠ দিবস অনুষ্ঠিত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গোপালগঞ্জ উপ-কেন্দ্রের আয়োজনে ১৭ মে বুধবার বিকেলে মুকসুদপুর উপজেলার কদমপুরে বিনা ধান ২৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর পরিচালক ( প্রশা. ও সা. সা.) ডঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ডঃ মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উদ্ভিদ প্রজনন বিভাগ ডঃ সাকিনা খানম। গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখ।
এবছর বাচ্চু শেখ পরিক্ষামূলকভাবে ১০০ শতাংশ জমিতে বিনা ধান২৫ জাতের ধানের চাষ করেন। ফলন তুলনামূলক ভাবে অনেক ভালো হয়েছে। বক্তারা বলেন এর থেকে অন্য চাষিরাও আগ্রহী হয়ে চাষ করতে এবং এর অন্যান্য জাতের ধানের থেকে বিনা ধান২৫ এর খরচও কম হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha