ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাটে মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছেন তিন বন্ধু। মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) এবং মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুর রহমান তিন জনের মৃত্যুর খবর নিশ্চত করে জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিনজন কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
এসময় বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।