আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৯:৩১ এ.এম || প্রকাশকাল : মে ১৬, ২০২৩, ৩:০৯ পি.এম
ঝিনাইদহে আয়ুর্বেদিক অধ্যয়নের প্রয়োজনীয়তা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে ( Workshop on Necessity of Qualitative Ayurvedic Education For The Development of Ayurvedic Medicine Bangladesh Perspective)
আয়ুর্বেদিক মেডিসিন বাংলাদেশ পরিপ্রেক্ষিতের বিকাশের জন্য গুণগত আয়ুর্বেদিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৬ মে সকাল ১০ টার সময় ফুড সাফারী, মকবুল হোসেন প্লাজা (৩য় তলা) এইচ. এস.এস রোড ঝিনাইদহ, মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (MPHPBPC) সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (BAMMA) আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে আয়ুর্বেদিক ঔষধ উন্নয়নের গুণগত আয়ুর্বেদিক অধ্যয়নের প্রয়োজনীয়তা কর্মশালায় সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ডঃ হাকীম ইউসুফ হারুন ভূঁইয়া ও পরিচালনায় ছিলেন বিভাগীয় প্রধান বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন মোঃ আকরাম হোসেন। আয়ুর্বেদিক অধ্যয়নের শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ডাঃ মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর ঝিনাইদহ সিরাজুম মুনিরা। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ বিশ্বাস। আয়ুর্বেদিক ঔষধ উন্নয়নের গুণগত অধ্যয়ন ও পাঠের প্রয়োজনীয়তা বিষয় নিয়ে আলোচনা করেন প্রাক্তন অধ্যক্ষ প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মাগুরা কবিরাজ তপন কুমার বসু, অর্থ সম্পাদক বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন নুরুল হক খলিফা, নির্বাহী সদস্য বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এ বি এম জাহাঙ্গীর, সেতু ড্রাগ ল্যাবরেটরী (আয়ু) আহম্মেদ আলী বিশ্বাস।
প্রশিক্ষক ছিলেন কিউসি ম্যানেজার মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড চিন্ময় দাস। আয়ুর্বেদিক শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন অধিদপ্তর ঝিনাইদহ সিরাজুম মুনিরা বলেন আয়ুর্বেদিক ঔষধ হলো জীবন শাস্ত্র বিদ্যা। তিনি আরও বলেন আয়ুর্বেদিক ফ্যাক্টারী গুলোর ঔষধ উৎপাদনের জন্য উন্নত মানসম্মত ব্যবস্থা করা, পরিবেশ উন্নতকরণ এবং আধুনিক দক্ষ প্রযুক্তি নিজের আয়ত্ত করণ করে আয়ুর্বেদিক ঔষধ শিল্পের কাঠামোকে বাস্তবায়ন করা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha