নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় ১৬ মে (মঙ্গলবার) সকালে মোটরসাইকেল ও ইজিবাইকের দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন।
লোহাগড়া-লাহুড়িয়া সড়ক এখন যেন মরণফাঁদ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা । খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন অসংখ্য মাটি বহনকারী টলি ইটভাটায় মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে।
নিহত স্কুল শিক্ষিকা শিল্পী খানম (৫০)। তিনি তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।ওই শিক্ষিকার স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রতিদিনের ন্যায় সকাল ৯টার দিকে স্ত্রী নিহত শিল্পী খানমকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে রামকান্তপুর এলাকায় মাটি বহনকারী টলির (মাটিকাটা গাড়ি) ফেলে দেওয়া মাটিতে গতরাতে বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল স্লিপ করলে মটর সাইকেলের আরোহী শিক্ষিকা শিল্পী খানম পড়ে যায়।
ওই মুহূর্তে চলন্ত ইজিবাই এসে শিল্পীর মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয় সেই সংগে ইজিবাইকে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়। আহত ৫ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দিকে গুরুতর আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
শিল্পী খানম শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়ার একমাত্র বোন। তার ৩টি পুত্র সন্তান রয়েছে । এ সময় ইজিবাইক উল্টে পাঁচজন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আহত হয়। শিল্পী খানম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী খানমের গ্রামের বাড়ি পারশাল নগর এবং শ্বশুর বাড়ি লাহুড়িয়া গ্রামে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha