আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশকাল : মে ১৫, ২০২৩, ৬:৩১ পি.এম
এম.এম মোশাররফ হোসেন (মুশা মিয়া) এমপি নির্বাচনে প্রার্থীতা ঘোষণা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রেসক্লাবে আজ সোমবার (১৫ মে,২০২৩) বিকেল চারটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালমারী উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন (মুশা মিয়া) আগামী জাতিয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সহ-সভাপতি আলমগীর কবির সহ প্রেসক্লাবের অনন্য সাংবাদিক বৃন্দ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আগামী নির্বাচনে ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে বিগতদিনের ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগের সকল দ্বন্দ্ব নিরসন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সাথে মিলেমিশে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha