আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ১:৫৪ পি.এম || প্রকাশকাল : মে ১৫, ২০২৩, ৩:৪৭ পি.এম
মাগুরায় কৃষক অ্যাপে নির্বাচিত কৃষকদের ধান বিক্রয়ের লটারী অনুষ্ঠিত
মাগুরা সদর উপজেলায় ইউনিয়ন ভিত্তিক অনলাইন লটারীর মাধ্যমে কৃষক অ্যাপের নির্বাচিত কৃষকদের ধান বিক্রয়ের লটারীর অনুষ্ঠিত হয়। সোমবার ১৫ মে বেলা ১১ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে কম্পিউটারে অনলাইনের মাধ্যমে কৃষক নির্বাচনের জন্য ধান বিক্রয়ের লটারী করা হয়।
অনলাইন লটারী কৃষক নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাগুরা সদর এলএসডি তরুন বালা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে, উপজেলা পিআইও অফিসার আম্বিয়া খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার ঝুমুর সরকার, অফিসার ইনচার্জ সদর থানা (ক্রাইম এন্ড অবস) ফরিদ হোসেন।
মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে অ্যাপের মাধ্যমে আবেদন করে ছিলো ২২১০ জন কৃষক এবং অনলাইন ভিত্তিক লটারীর মাধ্যমে ৩১৬ জন কৃষক নির্বাচিত হয় এবং ধান বিক্রয়ের লক্ষ্যমাত্রা ৯৪৮ টন। আগামী ৫ জুনের ভিতর নির্বাচিত কৃষকদের ধান সরকারি গুদামে বিক্রি করতে হবে এবং উক্ত নির্ধারিত তারিখের ভিতর ব্যর্থ হলে বরাদ্দ আদেশ বাতিল পূর্বক পুনরায় লটারী করা হবে।
নির্বাচিত কৃষকগণ প্রতি মন ১২০০ টাকা দরে বিনির্দেশ সম্মত ধান বিক্রয় করতে হবে। কৃষকের বিক্রিত ধানের মূল্য সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha