আজকের তারিখ : মে ১৯, ২০২৫, ১২:৪৫ এ.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৩, ৩:৪৭ পি.এম
ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম পিকু'র সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচনের দাবীতে আজ শনিবার বেলা বারোটায় শহরের গোয়ালচামটস্থ মাইক্রোস্ট্যান্ডে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাবেক সদস্য মোঃ মোবারক খলিফা শেখ রাসেল ও আঃ জব্বার ব্যাপারী বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য ইউনুস বেপারী, রতন, আবুল, জাহিদ রাসেলসহ এ সময় অন্যান্য মালিকেরা উপস্থিত ছিলেন । মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন- ২০০৯ সাল হতে অদ্যবধি ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির কোন নির্বাচন দেওয়া হয় নাই।
একটি কুচক্রী মহল সাধারন সদস্যদের বাদ দিয়ে অবৈধভাবে কমিটি গঠন করে চলছে । আমরা এই অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন নির্বাচনের দাবী জানাচ্ছি । এই অবৈধ কমিটি বাতিল করে নতুন নির্বাচন না দেওয়া হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচী পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় মাইক্রোস্ট্যান্ড হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে ভাঙ্গা রাস্তার মোড়ে এসে শান্তি পূর্ণভাবে শেষ ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha