আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৮:০৩ এ.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৩, ১১:৪৭ এ.এম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে হাজির আরেক প্রেমিকা

ফরিদপুরের নগরকান্দায় প্রবাসির স্ত্রীর সঙ্গে পরকিয়া করে অনৈতিক কাজে ধরা খেয়ে প্রেমিক পলাতক রয়েছেন। এসময় বিয়ের দাবিতে সেই প্রেমিকের বাড়ীতে হাজির হয়েছেন আরেক প্রেমিকা জেসমিন আক্তার। বিয়ের দাবী নিয়ে গত তিনদিন যাবত প্রেমিকের বাড়ীতে সে অবস্থান করছেন।
জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের বাচ্চু গোয়াইজার ছেলে জনি গোয়াইজার (২১) সঙ্গে উপজেলার তালমা ইউনিয়নের ধুৎরাহাটি গ্রামের মৃত রাজ্জাক শেখের মেয়ে জেসমিন আকতারের (২০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই সূত্র ধরে জেসমিন শুক্রবার (১২ মে) বিকালে জনির বাড়িতে আসেন এবং বিয়ের দাবিতে সেখানেই অবস্থান করছেন।
জেসমিন বলেন, আমি ২০২০ সালে তালমা নাজিমুদ্দীন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। আমার বাবা নেই। আমরা তিন বোন দুই ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। জনির সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। সে বিয়ের প্রতিশ্রতি দিয়ে আমাকে তাদের বাড়ীতে আসতে বলেছে। তাই আমি এখানে এসেছি। কিন্তু জনি এখন কোথায় আছে বলতে পারছি না। হয়তো তার পরিবারের লোকজন তাকে ভয় দেখিয়ে কোথাও লুকিয়ে রেখেছেন। আমি জনিকে বিয়ে করে সারা জীবন এই বাড়িতেই থাকতে চাই।
স্থানীয়রা জানান, জনির চারিত্রিক সমস্যা রয়েছে। বখাটে এই ছেলেটি একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। জনি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্ক করে ধরা খেয়ে দুই দিন আগে পালিয়েছে। এই খবর জানতে পেরে জনির আরেক প্রেমিকা বিয়ের দাবিতে তাদের বাড়িতে অবস্থান করছেন।
জনি ও জনির বাবা বাচ্চু গোয়াইজা বাড়ীতে না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে জনির দাদী ফুলজান বেগম জানান, জনিকে আমরা অনেক খুজেছি তাকে পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ রেখেছে। ওর বাবা ও ওকে খুজে বেড়াচ্ছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha