প্রশাসনের ১১৪ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রায় এক বছর পর এই পদে পদোন্নতি দেয়া হলো। গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিনের স্বাক্ষরে এই পদোন্নতি সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বর্তমানে অতিরিক্ত সচিবের নিয়মিত পদ আছে ২১২টি। এর সাথে সমপর্যায়ের বিভিন্ন দফতরে প্রেষণে (নির্ধারিত পদের বাইরে অন্যান্য দফতর বা সংস্থায় নিয়োগ) থাকা পদ আছে আরো প্রায় ১২৫টির মতো। সব মিলিয়ে অতিরিক্ত সচিবের পদ দাঁড়ায় ৩৩৭টিতে। পদোন্নতির আগ পর্যন্ত কর্মরত অতিরিক্ত সচিব ছিলেন ৩১২ জন। এখন নতুন পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের নিয়ে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ৪২৬। অর্থাৎ পদের চেয়ে এখন এই পদে কর্মকর্তা বেশি হয়েছেন।
সর্বশেষ গত বছরের ৬ এপ্রিল যুগ্মসচিব পদের ৯৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। ওই সময় নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৭তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। তুলনামূলকভাবে এই ব্যাচে কর্মকর্তা সমসাময়িক অন্যান্য বিসিএস ব্যাচ থেকে কম। ১৭তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।