আজকের তারিখ : জানুয়ারী ৮, ২০২৫, ১১:১১ এ.এম || প্রকাশকাল : মে ১৩, ২০২৩, ৩:৩৫ পি.এম
মেলান্দহে আদ্রায় গরিব বর্গা চাষীর ধান কেটে দিলেন ছাত্রলীগ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামের গরিব বর্গা চাষি মোজা মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে দিল আদ্রা ইউনিয়ন ছাত্রলীগ।
১৩ মে সকালে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক মো: সিয়ামের নেতৃত্বে প্রখর রুদ্রে ছাত্রলীগের একটি টিম এ ধান কেটে বাড়িতে এনে দেন। জেলা ছাত্রলীগের সভাপতি - সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি - সাধারণ সম্পাদকের নির্দেশনায় ও আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় ও অনুপ্রেরণায় এ উদ্যোগ নেন বলে জানান আদ্রা ইউনিয়ন ছাত্রলীগ।
ধান কাটার স্থানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম সুমন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের খান সোহাগ, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি- খান মো: আরিফুল ইসলাম শাওন , সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি- মো:ফরিদুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমাছ, আদ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম মুক্তা, সাধারণ সম্পাদক মো: রাকিব হোসেন,তাতী লীগের সভাপতি- আবুল হাসেমসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
সুবিধাভোগী বর্গা চাষি মোজা বলেন, আমি গরিব মানুষ,ছাত্রলীগ আমার ধান কেটে দেওয়ায় আমি খুবই উপকৃত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম এমপি এবং ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha