নড়াইলে নানা আয়োজনে ২০৩তম আর্র্ন্তজার্তিক নার্স দিবস পালিত হয়েছে। শুক্রবার (১মে) সকাল সাড়ে ৯টায় নড়াইল সদর হাসপাতালে কর্মরত নার্সদের আয়োজনে সদর হাসপাতাল চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
পরে সদর হাসপাতাল হলরুমে অতিথি ও নার্সবৃন্দ কেক কাটেন। পরে আলোচনা সভায় সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার মাধুরী বালা দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী, বিশেষ অতিথি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজল কুমার বকশী, নড়াইল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন, সাবেক নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নার্সিং এ্যাসোসিয়েশন নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভিন, সহ-সভাপতি মোসাম্মৎ মুজিদা খাতুন, সাধারন সম্পাদক হেনা পারভিন, সিনিয়র ষ্টাফ নার্স অর্পনা বালা দাস, শাহিনুর বেগম প্রমুখ। হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্স প্রমুখ।
আলোচনা সভা শেষে হাসপাতালে কর্মরত নার্সরা নেঁচে গেয়ে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে দিবসটি পালন করে। অনুষ্ঠানে সদর হাসপাতালের চিকিৎসক. নার্স. কর্মচারী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha