রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের পুত্র মিজানুর রহমান মাস্টার অরফে মুকু (৪৫)কে ৩০ এপ্রিল রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের সময় হোসেনডাঙ্গা বাজার হতে বসাকুষ্টিয়াগামী রাস্তার শ্রী বলাই বিশ্বাসের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। তিনি পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। মিজান মাস্টার হত্যাকান্ডের প্রতিবাদে মঙ্গলবার (৯ মে) বিকালে পাংশা শহরের কালিবাড়ী তিন রাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে’র সভাপতিত্বে ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূটিতে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সাহা (উত্তম সাহা), পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শিব শংকর চক্রবর্তী, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সহসভাপতি নিখিল কুমার দত্ত, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পূজা উদযাপন পরিষদের নেতা শৈলেন্দ্রনাথ বিশ্বাস, কিশোর কুমার দাস, শ্যামল কুমার দাস, লিটন কুমার বিশ্বাস, অশোক পাল ও প্রণয় কুমার বাগচী প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে বলেন, মিজান মাস্টার একজন ভালো মানুষ ছিলেন। তাকে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার হত্যাকান্ডের ঘটনাটি খুবই নিন্দনীয়। তিনি হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, মাদকসহ সকল অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দিক নির্দেশনা প্রদান করেছেন। এরই আলোকে মিজান মাস্টার হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে আরো বলেন, আমরা জানতে পেরেছি- মিজান মাস্টার হত্যাকান্ডের অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে এবং অন্যান্য বক্তারাও মিজান মাস্টারের হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবী করেন।
মানববন্ধন কর্মসূচিতে বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতা ভজন কুমার মাস্টার, চন্ডীচরণ ঘোষ, অসিত কুমার বিশ্বাস, কুমারেশ মেম্বার, গৌতম বসাক, বিকাশ দাস, গোবিন্দ দত্ত, তমাল তরু পোদ্দার, অরুণ কুমার ঘোষ, দেব গোপাল শর্মা, চয়ন কুমার বিশ্বাস, ডাঃ দেব প্রসাদ বিশ্বাস, স্বপন কুমার মন্ডল, অপূর্ব বিশ্বাসসহ পাংশা পৌরসভা এবং উপজেলার সকল ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha