জাকির হোসেন বোয়ালমারীঃ ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি ব্যাংক কর্মকর্তার বিদ্যুৎ চুরির ঘটনা আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ কোন ব্যবস্থা না নেওয়ায় জনমনে যেমন সংশয়ের সৃষ্টি হয়েছে তেমনি ঘটনাটি ধাপাচাপা দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ।
জানাযায়,বাংলাদেশ কৃষি ব্যাংক বোয়ালমারী উপজেলা শাখার সিনিয়র অফিসার মোঃ মাহবুবুর রহমান অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজের নির্মাণাধীন পাঁচ তলা ভবনের গ্রীল তৈরী করছিলেন। পৌর সদরের আধার কোঠায় ঐ ভবনে প্রায় ১৫ দিন কাজ চলার এক পর্যায়ে গত ৪ মে শনিবার সংযোগ স্থলে বৈদ্যুতিক বিভ্রাটের সৃষ্টি হয়। ঘটনা পৌঁছায় বিদ্যুৎ অফিসের কানে। তাৎক্ষণিক পল্লী বিদ্যুতের একটি টিম ঘটনা স্থলে এসে অবৈধ সংযোগের বিষয়ে নিশ্চিত হন এবং অবৈধ বিদ্যুতের কাজে ব্যবহৃত গ্রীল মিস্ত্রিদের যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যান।
এ সময় বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডি জি এম মোর্শেদুর রহিম জানান,শনিবার বিদ্যুতের হিসাব বিভাগ বন্ধ থাকায় আগামী কাল রবিবার সব কিছু বিশ্লেষণ করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু এর পর ৪ দিন গত হতে চললেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ। ফলে এ প্রেক্ষিতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে মর্মে স্থানীয় সচেতন মহলে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।
একাধিক সূত্র জানায়,বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ার পর থেকেই বিষয়টি আড়াল করতে উঠেপড়ে লেগেছেন ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান। নানা মহলে তিনি দৌড়ঝাঁপ করছেন। ম্যানেজ করার চেষ্টা করছেন গণমাধ্যমকেউ। সূত্রগুলোর ধারণা, মাহবুবুর রহমান সম্ভবত পল্লী বিদ্যুতকেও ম্যানেজ করে ফেলেছেন। যার ফলে বিদ্যুৎ চুরির মত একটা ন্যাক্কার জনক ঘটনায় তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নিয়ে চুপ করে বসে আছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডি জি এম মোর্শেদুর রহিম অনেকটা অপ্রস্তুত ভঙ্গিতে ইনিয়েবিনিয়ে বলেন, জরিমানা করা ছাড়া এ বিষয়ে আমাদের আর কিছু করার নেই। ব্যবস্থা নেওয়ার জন্য আমি অভিযুক্তকে অফিসে আসতে বলে ছিলাম। কিন্তু তিনি আসেননি। যা করলে অফিসে আসে এখন সেটাই করতে হবে। তবে আপনাদের (সাংবাদিকদের) মধ্য থেকে কেউ কেউ অভিযুক্তের পক্ষে তদবির করছেন বলে জানান মোর্শেদুর রহিম। উল্লেখ্য,ব্যাংক কর্মকর্তার বিদ্যুৎ চুরির ঘটনা ফাঁস হবার পর তা বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয়েছিলো।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।