মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের একটি খালপাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি কার্টনের মধ্যে কাগজ দিয়ে মোড়ানো ছিলো। মঙ্গলবার (৯ মে) দুপুরে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিসের পাশের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে মাগুরা থানা পুলিশ।
লাশটি উদ্ধারের পর এক নজর দেখতে উৎসুক জনতা সেখানে ভীড় করে।
মাগুরা সদর থানার (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, স্থানীয়রা পরনান্দুয়ালী হাইওয়ে সড়কের পাশের খালপাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখেন। পরে কার্টনটি খুলে তার মধ্যে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫