আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৮:৪৮ এ.এম || প্রকাশকাল : মার্চ ১২, ২০২১, ৩:৫৪ পি.এম
নগরকান্দায় জনগনের রোষানলে উপজেলা চেয়ারম্যানের ভাই
ফরিদপুরের নগরকান্দায় জনগনের রোষানলে পড়ে আহত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ছোট ভাই ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান বুলবুল সরদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার শংকরপাশা ব্রীজের উপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বুলবুল সরদার সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসি জানায় ক্ষুদ্র পানি সম্পদ দপ্তরের অধীনে কৃঞ্চনগর শংকরপাশা খালের ৫ কিলোমিটার এলাকা পুনঃখননের জন্য প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ হয়। কাজটি বাস্তবায়ন করছেন বিলগোবিন্দপুর ক্ষুদ্র পানি সম্পদ সমবায় সমিতির সভাপতি সাইফুজ্জামান বুলবুল সরদার।
ভেকু মেশিন দিয়ে খাল পুনঃখননের কাজ চলা কালীন খালের পাশে মালিকানা গাছ ভেঙ্গে তার উপর মাটি ফেলা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা ডাঙ্গী ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। চেয়ারম্যান কাজী আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ ভাংতে নিষেধ করেন।
এতে কথা কাটাকাটির এক পর্যায়ে বুলবুল সরদার চেয়ারম্যান কাজী আবুল কালামকে থাপ্পড় মারে। এমন খবর পেয়ে এলাকাবাসি সংঘবদ্ধ হয়ে বুলবুল সরদারের উপর হামলা চালায়।
সাইফুজ্জামান বুলবুল সরদার অভিযোগ করে বলেন, কালাম কাজী প্রথমে আমাকে কিল ঘুষি মারে পরে উনার সাথে থাকা ৩/৪ জন সন্ত্রাসী লোক আমাকে আঘাত করে।
ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, এলাকাবাসি আমার নিকট অভিযোগ করেন যে তাদের গাছগুলো ভ্যেকুদিয়ে ভেঙ্গে তার উপর মাটি ফেলা হচ্ছে। তাই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুলবুল সরদারকে বলছি ওরা গরীব মানুষ। ওদের একটু সময় দিন গাছগুলো কেটে বিক্রি করে দিবে। তখন বুলবুল সরদার আমার উপর চড়াও হয়।
আমাকে গালি দিয়ে বলে তুই এখানে এসেছিস কেন? এই বলেই আমার মুখে সজোরে থাপ্পড় মারে। এখবর শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে ঘন ধোলাই দেয়। আমি নিজেই তাকে জনগনের হাত থেকে রক্ষা করে সরিয়ে দিয়েছি।
থানা ওসি তদন্ত মিরাজ হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ব্যাপারে বুলবুল সরদার থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha