ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপি নেতার প্রভাবখাটিয়ে দোকান ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নাজিরুল ইসলামের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বুধবার বেলা সাড়ে দশটায় বাজার চলমান থাকা অবস্থায় সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে কামাল মুন্সির টি স্টলের দোকান ভাংচুর করেছে।
দোকান মালিক বলেন, ২০১৮ সালে বন্দবস্ত মাননীয় ওয়াকফ প্রশাসকের অনুমতি সাপেক্ষে তিনশত টাকার স্ট্যাম্পে চুক্তিনামা অনুযায়ী আমার স্ত্রী শাহানাজ বেগম মসজিদ কমিটি ও মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ঘর ভাড়া নেয়। আমি প্রতি মাসে ১৫০ টাকা ঘর ভাড়া মাস শেষে পরিশোধ করি । তার পরেও আমার চায়ের দোকানটি ভাংচুর করে।
আমার দোকানের পাশে ইসমাঈলের পল্ট্রী মুরগি ও মুদি দোকান রয়েছে। সে দোকানদার তার দলীয় লোকজনের হওয়ায় তাদের কিছুই বলেনা। অথচ পল্ট্রী মুরগির গন্ধে বাজারের ভেতরের পরিবেশ দূষিত হচ্ছে।
সেখানে বাজারের আরেক কাপরের ব্যবসায়ী বলেন, আমি গরিব মানুষ প্রতি সপ্তাহে তিন দিন হাটে পুরাতন কাপড়ের দোকান মেলি আমার দোকান ও নাজির চেয়ারম্যানের লোকজন মাঝে মাঝে উচ্ছেদ করে দেন।
এ বিষয়ে মসজিদ কমিটির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজিরুল ইসলাম বলেন, আমরা চায়ের দোকানদারকে বাইরে বসতে নিষেধ করি সে আমাদের কথা উপেক্ষা করে বাইরে দোকান বসায়। সেখানে মসজিদের খাদেম বাকু শেখের সাথে এ বিষয় নিয়ে বাকবিদন্ডা হয়েছে । তবে দোকান ভাংচুরের কথা আমি জানিনা।
বণিক সমিতির সভাপতি সৈয়দ সাহিদুর রহমান সজল বলেন, দরিদ্র একজন চায়ের দোকানদার তার দোকান ভংচুরের এমন ঘটনায় তিব্র নিন্দা জানাই।
এ বিষয়ে বোয়ালমারী অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, দোকান মালিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিদর্শন করেছে। পর্যায়ক্রমে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha