অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় নানা ধরনের অসুখ বাসা বাঁধছে মানবেদেহে। যার মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা অন্যতম। কাজের প্রয়োজনে বেশিক্ষণ বসে থাকা, নিয়মিত ব্যায়াম না করা ফ্যাটি লিভারের অন্যতম কারণ বলে মনে করা হয়। ফ্যাটি লিভারের সমস্যা কমাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।
এছাড়াও বিশেষজ্ঞদের মতে, ডাবের পানি খেলে কমতে পারে ফ্যাটি লিভারের সমস্যা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, প্রাকৃতিক ভিটামিন ও খনিজে ভরপুর ডাবের পানি রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। ডাবের পানিতে রয়েছে ইলেক্টোরাইট, পটাশিয়াম। এই দু'টি উপাদান লিভারের জন্য খুবই ভালো। সেই সঙ্গে ডাবের পানি শরীরে পানির ঘাটতিও পূরণ করে।
ডাবের পানি খেলে শর্করা নিয়ন্ত্রণে থাকে। শর্করা কম থাকলে লিভারের সমস্যা এড়ানো যায়। ডাবের পানিতে শর্করার পরিমাণ বাজার চলতি অন্যান্য পানীয়র থেকে কম। এ কারণে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে ডাবের পানি খেতে পারেন।
লিভারের সংক্রমণ এড়ায় ডাবের জল। এর মধ্যে ভিটামিন সি, ফাইটনিউট্রিয়েন্ট-সহ একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একইসঙ্গে লিভারকেও সুস্থ রাখে।
ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম লিভার সুস্থ রাখার জন্য খুবই দরকার। তাই লিভারের যত্ন নিতে ডাবের পানি খান।
অনেকে বাজার চলতি বিভিন্ন কোমল পানীয় পছন্দ করেন। এটা মোটেও ভালো অভ্যাস নয়। এর পরিবর্তে ডাবের পানি খান। ডাবের পানির স্বাদ অন্যান্য পানীয়র তুলনায় সুমিষ্ট।
বিশেষজ্ঞরা বলছেন, লিভারের সমস্যার আসল কারণ শরীরে পানির ঘাটতি। এ কারণে দিনের মধ্যে অবশ্যই ৬-৮ গ্লাস পানি খান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha