রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির কলকলিয়া বাজারের ডিলার মিজানুর রহমানের দোকানে গত মঙ্গলবার ৯ মার্চ খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম তদারকী করেন খাদ্য দপ্তরের কর্মকর্তাগণ।
জানা যায়, মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বে কালুখালী উপজেলা) এ.কে.এম শাহনেওয়াজ ও ওসিএলএসডি ইব্রাহিম আদম কলকলিয়া বাজারের ডিলার মিজানুর রহমানের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম তদারকী করেন। এ সময় কালুখালীর খাদ্য পরিদর্শক মহব্বতুন্নেছা, ডিলার মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচীর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত ১০টাকা কেজি দরে চাল বিক্রয় করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।