ঝড়ে পড়া বটগাছটি রাস্তা থেকে সরিয়ে না নেওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারিদের। গত ৩দিন আগে ঝড়ে ভেঙ্গে রাস্তায় পড়ে উপজেলার পাকুড়িয়া বাজারের বটগাছটি। স্থানীয়রা জানান, ভেঙেপড়া বটগাছটির বয়স আনুমানিক ২০০ বছর হবে।
পাকুড়িয়া গ্রামের আশরাফ আলী বলেন, গত রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ে বটগাছটি ভেঙ্গে বাজারে চলাচল করা রাস্তায় পড়ে। গাছটির ডালপালা কেটে সরিয়ে না নেওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাকুড়িয়া গ্রামের ভ্যান চালক তরিকুল ইসলাম বলেন, বিকল্প রাস্তায় ঘুরে যেতে হচ্ছে।
|
পাকুড়িয়া বাজার কমিটির সভাপতি আশা-ফু-উদ দৌলা বলেন, গাছটি সরকারি সম্পত্তিতে হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। কয়েকদিন পার হলেও ব্যবস্থা নেননি। বয়সের ভারে ভেঙে পড়েছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে খোলা ডাকের মাধ্যমে বিক্রির জন্য চেষ্টা করেছি। এতে সাড়া না পাওয়ায় বুধবার সকাল থেকে লোক লাগিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha