রাজবাড়ী জেলার পাংশা সরদার বাস স্ট্যান্ডের অদূরে বিষ্ণুপুর গোরস্থানের উল্টোদিকে নিজস্ব জায়গায় টিনশেড পাকাঘর নির্মাণ করে গত ১লা মে ‘পাংশা ফজলুল করিম (রঃ) মহিলা কওমিয়া মাদরাসা’র কার্যক্রম শুরু করা হয়েছে। গত সোমবার যোহর নামাজের পর এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা শাহজুই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী এবং কুষ্টিয়ার ফজলুল উলুম দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল মতিন রশিদী ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে পাংশা ফজলুল করিম (রঃ) মহিলা কওমিয়া মাদরাসার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান কবির, মাদরাসার জমিদাতা মরহুম কেছমত আলী বিশ্বাসের পুত্র মোঃ তরিকুল ইসলাম, মাদরাসার পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মহিলাদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে ২০১৫ সালে প্রথমে প্রতিষ্ঠানের পরিচালকের বাড়ীতে মাদরাসার পাঠদান কার্যক্রম শুরু করা হয়। স্থান সংকুলান না হওয়ায় পাংশা শহরের ওয়ালটন মোড়ে বহুতল বিশিষ্ট ভবন ভাড়া নিয়ে মাদরাসা পরিচালনা করা হয়। সর্বশেষ হাজী কেছমত আলী বিশ্বাস কিছু জমি প্রতিষ্ঠানের জন্য দান করেন।
|
তার জমির সাথে আরো কিছু জমি ক্রয় করে প্রায় ২৫ শতাংশ নিজস্ব জমির উপর নতুন ঘর নির্মাণ করে মাদরাসার কার্যক্রম পরিচালনা শুরু হলো। মাদরাসার অবকাঠামো উন্নয়ন, দেনা পরিশোধসহ সার্বিক কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান। উপস্থাপনা করেন আজিজপুর রশিদিয়া কওমিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ আব্দুল আলিম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি আব্দুল মতিন রশিদী। মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha