কুষ্টিয়ার দৌলতপুরে মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ওসি মুজিবর রহমান জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয়রা কৃষকরা কাজ শেষে ফেরার পথে মাটির নিচে মানুষের শরীরের অংশ দেখতে পান। এ সময় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
ওসি আরো জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করাসহ কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে- এসব বিষয় উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।