পাবনার ভাঙ্গুড়ায় পুকুর সংস্কার করতে গিয়ে একটি প্রাচীন বিষ্ণুমূর্তির সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (০২ মে) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বৃদ্ধমরিচ গোয়ালপাড়া গ্রামের আমির হামজার পুকুর সংস্কার করার সময় মাটির নিচ থেকে একটি প্রাচীন বিষ্ণু মূর্তির সন্ধান পাওয়া যায় । পরে বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাশিদুল ইসলাম বলেন, মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি প্রাচীন একটি বিষ্ণু মূর্তি। তবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না এটা কিসের তৈরি। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫