ফরিদপুরের মধুখালী থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন করা হয়েছে।
সারা দেশের ন্যায় থানা চত্বরে মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) রথীন্দ্রনাথ তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, মধুখালী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুরাদুজ্জামান মুরাদ,নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম,সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল আনিসুজ্জামান লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সাাধরন সম্পাদক ইলিয়াছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালাম, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, মধুখালী বাজার বণিক সমায় সমিতি লিঃ এর সভাপতি আবুল বাসার বাদশা প্রমূখ। রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।