নড়াইলে ইঞ্জিন চালিত ভ্যান চুরির সময় দিদার লস্কর (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। সে লোহাগড়া উপজেলার কোটাকল গ্রামের মনির লস্করের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৮ এপ্রিল (শুক্রবার) বিকালে সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) শিশির কুমার সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় জনতার সহায়তায় সদর উপজেলার ভওয়াখালি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে থেকে ভ্যান চুরির সময় তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১ টি স্কুল ব্যাগ ও ব্যাগে রক্ষিত চুরির কাজে ব্যবহৃত ১ টি কাটার, লোহার শিকল, কাটা ১ টি চায়না তালা ও তার ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ জব্দ করা হয়।
এ সময় সদর থানার অফিসার ইনচার্জ বলেন, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
|
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।