“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ৮মার্চ বিকেলে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ.নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহানারা মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদানের বিষয়ে আলোচনা করা হয়। উপস্থাপনা করেন নারী অঙ্গন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মহিলাদের উন্নয়নে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫