আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৭, ২০২৩, ৯:৫৪ পি.এম
বিপুল ভোটে জিতল নৌকা, ধারেকাছেও নেই কেউ

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে রাজনীতির মাঠে থাকলেও কখনো নির্বাচন করেননি তিনি। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য, কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ ২৭ জন। বাঘা বাঘা নেতাদের পেছনে ফেলে দলীয় মনোনয়ন পেয়েছিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।চট্টগ্রামে রাজনৈতিক অঙ্গণে তৃণমূল থেকে উঠে আসা নোমানের মনোনয়ন পাওয়াকে চমক হিসেবে বলা হচ্ছিল। তবে ওই আসনে এর আগে একাধিক সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চেয়েছিলেন।
প্রথমবার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমেই আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়া নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন পাঁচ হাজার ৮৭ ভোট।অপর তিন প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার) ১৮৬০ ভোট; ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা (আম) ৬৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী (একতারা) পেয়েছে ৪৮০ ভোট।
রাত সোয়া ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।
ঘোষিত বেসরকারি এই ফলাফলে আরো জানানো হয়, চট্টগ্রাম-৮ আসনের গতকাল উপনির্বাচনে ১৯০টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ১৭ হাজার ৬৫১ জন। এরমধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭৫ হাজার ৩০৫। প্রদত্ত ভোটের শতকরা হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha