আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২৭, ২০২৩, ৬:১৩ পি.এম
নগরকান্দায় এসএসসির প্রবেশ পত্র নিতে অর্থ আদায়ের অভিযোগ
ফরিদপুরের নগরকান্দায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র নিতে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েক পরীক্ষার্থীর অভিভাবকেরা ফোন করে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার ফুলসুতি আব্দুল আলীম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ করছেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে একশত টাকা করে আদায় করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী জানায়, হেড স্যার বলে দিয়েছে যে একশত টাকা না দিবে তাকে পরীক্ষার প্রবেশ পত্র দেওয়া হবে না। প্রবেশ পত্র না দিলে আমরা পরীক্ষা দিবো কেমনে তাই একশত টাকা দিয়েছি।
আরেক পরীক্ষার্থী জানায়, ফরম পূরনেও তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল। ২ হাজার একশত ৪০ টাকা নেয়ার নিয়ম থাকলে ও সেখানে ২ হাজার ৩ শত টাকা করে আদায় করা হয়েছে।
অর্থ আদায়ের স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুশান্ত সরকার আমার অফিসের খরচ বাবদ টাকা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমিতো একশত টাকা নিয়েছি আর অন্যান্য স্কুলে তিনশত থেকে পাঁচ শত টাকা করে নিয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী দেশের বাহিরে থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে এক সদস্য ইনায়েত হোসেন চৌধুরী বলেন, টাকা আদায়ের ব্যাপার আমার জানা নেই। তবে টাকা নিলে প্রত্যেক শিক্ষার্থীকে টাকা ফেরত দেওয়া হবে। আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফজলুল হক কোন কথা বলতে রাজী হয়নি। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তার কেন কতৃত্ব নেই. সবই "কমিটির ক্ষমতা" বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha