আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৭, ২০২৩, ২:৩১ পি.এম
রাজনগরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
গতকাল বুধবার (২৬ এপ্রিল) রাত সোয়া ১২ টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান ১নম্বর লাইনের মৃত রামলাল রবিদাসের ছেলে সুমন রবিদাস (১৯) ও একই বাগানের ৯ নম্বর লাইনের সীতারাম রবিদাসেরর ছেলে সুবাস রবিদাস (২৮)।
পুলিশ জানায়, দুই ব্যক্তি মাদক বহন করছে এমন গোপন তথ্য জানতে পেরে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফার সহ একদল পুলিশ টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে যায়। এসময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করলে ৪৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মাদরাসার সামনে যায়। সেখান থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha