আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৩, ২০২৩, ৭:৩৯ পি.এম
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মরহুম মুন্নু মেম্বরের কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মুন্নু মেম্বার এর কবর জিয়ারত ও এরপর আলোচনা অনুষ্ঠিত হয়।
সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুর রহমান এর সভাপতিতে আজ রবিবার বিকেল চারটায় মুন্নু মেম্বরের নিজ বাড়িতে কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপিত হুমায়ুন খা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এই অবৈধ সরকার জনসমর্থন শূন্য হয়ে দেউলিয়া হয়ে পড়েছে। তারা বুঝে গেছে এইবার ক্ষমতায় আসতে না পারলে আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না । এজন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। আমরা এ দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করবো।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha