আজকের তারিখ : এপ্রিল ২৫, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২১, ২০২৩, ১:২৯ পি.এম
মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরে প্রতিপক্ষের হামলায় বারিক মোল্লা ৬০ নামের এক কৃষক নিহত হয়েছে।
নিহত বারিক মোল্লা ওই গ্রামের মোতালেব মোল্লার ছেলে।নিহত বারিক মোল্লার ছেলে নুর ইসলাম( ২৪) জানান দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে তার চাচাতো ভাইদের জমি জমা সংক্রান্ত বিরোধ চলমান ছিল।
তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোঃ হামিদ মোল্লা (৫০) মোহাম্মদ আলী মোল্লা (৪০) রাব্বি (১৭) রাজিয়া (৪৫) রোজিনা (৪০) সহ ১৪-১৫ জন তার বাবার উপর আক্রমণ করে এবং শারীরিকভাবে নির্যাতন করে, একপর্যায়ে তার বাবা অসুস্থ হয়ে গেলে পরিবারের লোকজন তাকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ইমারজেন্সি বিভাগে কর্মরত ডাক্তার প্রীতম দাস জানান আব্দুল বারিক মোল্লা কে হাসপাতালে নিয়ে আসার পর আমরা সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করি এবং তিনি মৃত অবস্থায় হসপিটালে আসেন।
নিয়তের লাশ মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha