গোপালগঞ্জের মুকসুদপুরে মটর সাইকেল দূর্ঘটনায় তুহিন মিয়া (৩৫) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। সে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। নিহত তুহিন ঢাকা বিদ্যুৎ কর্তৃপক্ষ (ডেসকোতে) আউট সোসিং কর্মী হিসেবে কমর্রত ছিল।
মুকসুদপুর থানার এসআই মফিজুর রহমান জানিয়েছেন, ( আজ ২০ এপ্রিল) বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কমলাপুর – চাঁদহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি কমলাপুরে যাওয়ার পথে সে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালেই সে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে। ভাইয়ের মটর সাইকেল নিয়ে বাজারে গিয়ে বাজার থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হয় সে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।