আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১২ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৯, ২০২৩, ৬:৩৯ পি.এম
চাটমোহরে দুস্থ দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

পাবনার চাটমোহরে প্রোগাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) এর উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বুধবার (১৯ এপ্রিল) সকালে পিসিডি'র রেলবাজার কার্যালয় চত্বরে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিডি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।
বিশেষ অতিথি ছিলেন পিসিডি’র সহ-সভাপতি ও বাঁচতে চাই সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।
এসময় পিসিডি’র পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ শামসুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ হাসানুজ্জামান মুন্না, এরিয়া ম্যানেজার নবুয়ত হোসেন, এরিয়া ম্যানেজার আঃ রফিক, ইউপি সদস্য ইমান আলী, ইউপি সদস্য শেখ ফরিদসহ অন্যানরা উপস্থিত ছিলেন ।
পিসিডির এরিয়া ম্যানেজার হাসানুজ্জামান মুন্না জানান, পিসিডি’র কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাউল, লবন, সেমাই, চিনি ও আলু বিতরন করা হয়েছে। এছাড়া ৪০০ শাড়ি ও ১০০ লুঙ্গি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha