আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মুকসুদপুর উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সদর ঈদগাহে বৃষ্টির মধ্যেও যেন মানুষের নামাজ পড়তে অসুবিধা না হয় সে ব্যাবস্থা নেয়া হয়েছে। ত্রিপল দিয়ে সদর ঈদগাহে প্যান্ডেলের কাজ চলছে। মাঠ পরিচ্ছন্নের কাজও ইতিমধ্যে শেষ হয়েছে।
ঈদগাহের সামনের প্রধান সড়কে বিশাল গেট নির্মান করে দৃষ্টি নন্দন আলোক সজ্জার আয়োজন করেছে ঈদগাহ কমিটি।
ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মুকসুদপুর থানার ওসি আবু বক্কার মিয়া জানান, এসব প্রস্তুতি গ্রহণের জন্য একটি উপ কমিটি গঠন করা হয়েছে এবং তিনি নিজেও সার্বক্ষনিক নজর রাখছেন।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু জানান তিনি নিজেও মাঠ পরিদর্শন করেছেন।অপরদিকে আাইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টিতে সার্বক্ষনিক পর্যবেক্ষন করছে।
|
মুকসুদপুর থানার ওসি জানান থানার সকলমসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লীদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে এবং গ্রাম পুলিশ দিয়ে প্রতিটি গ্রামে পাহারা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। থানা থেকে কয়েকটি টিম নিয়মিত নৈশ পাহারা দিচ্ছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।