আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:৪৮ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১৯, ২০২৩, ১০:৫৯ এ.এম
নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরি করার চেষ্টায় গ্রেফতার ২

ঝালকাঠির নলছিটিতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির করার সময় পুলিশের হাতে দুজন আটক হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকলে তারা ধৃত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে জিরোপয়েন্টে অবস্থিত ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার পিছন দিকের জানালার গ্রীল কেটে দুই চোর ভিতরে ঢুকে। বিষয়টি এজেন্ট ব্যাংক মালিক সহিদ খান বাসায় বসে সিসিটিভিতে দেখতে পেয়ে দ্রুত সেখানে আসেন।পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের ধৃত করা হয়।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মৃত দীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৮)।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । এরা সংঘবদ্ধ চোরচক্র তাই এর সাথে আরও কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha