রাজ্যশাহীর বাঘায় আশ্রয়ণ প্রকল্পের ১৫০টি পরিবারের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর আশ্রয়ণ প্রকল্পের ওই সংখ্যক পরিবারকে এই খাদ্য সামগ্রী তুলে দেন। ঈদের আগে দেওয়া খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি হয়েছেন বলে জানালেন আশ্রয়ণ প্রকল্পের জাহানারা সহ অনেকে।
মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, এক কেজি তেল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।