রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ চীনা মুদ্রা ইউয়েনের মাধ্যমে রাশিয়াকে পরিশোধ করবে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মস্কোকে অর্থ পরিশোধ করতে ইউয়েন ব্যবহার করতে রাজি হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। ইউয়েন হলো চীনের মুদ্রা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রোসাটম সহযোগিতামূলকভাবে ১২৬৫ শত কোটি ডলারের দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশে। এর মধ্যে প্রকল্পের শতকরা ৯০ ভাগ অর্থ রাশিয়ার পরিশোধযোগ্য ২৮ বছরের ঋণ। এর সাথে আছে ১০ বছরের গ্রেস পিরিয়ড।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha