নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় ড্যান্ডি আঠা সেবনের দায়ে মাদকসেবী এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৭ এপ্রিল বিকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এই রায় দেন।
পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) শিশির কুমার সঙ্গীয় ফোর্সসহ মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম(২৫) কে কৌটা ড্যান্ডি আঠা সেবনরত অবস্থায় আটক করা হয়। সে অত্র এলাকার ইলিয়াস মোল্যার ছেলে।
এ দিকে সদর থানার অফিসার ইরচার্জ বলেন, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।