আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৭, ২০২৩, ৩:৪৯ পি.এম
ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ হতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ হতে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু এর সভাপতিত্বে ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ মাঠে আজ সোমবার বেলায় ২:৩০ মিনিটে পবিত্র- ঈদ- উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৪৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় ৷
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ- সভাপতি শ্রী শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার,উপ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির প্রমুখ৷
সভায় উপস্থিত বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক দলীয়ভাবে ইফতার মাহফিল আয়োজন না করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার এবং তাদের পাশে থাকার, তারই অংশ হিসেবে জেলা নেতৃবৃন্দগণ বলেন মাননীয় প্রধানমন্ত্রী এই সকল অসহায় ও দুস্থ মানুষের কথা সবসময় ভাবেন, সারাবিশ্বে এখন একটা অর্থনৈতিক সংকট চলছে যার দরুন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, তারপরও আমাদের দেশ এখনও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভালোভাবেই চলছে এবং তারই নির্দেশে আমরা সাধারন জনগনের নিকট সামান্য ঈদ উপহার নিয়ে এসেছি।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে ।
আর তাই উন্নয়নের অগ্রযোগ্য যাত্রা কে অব্যাহত রাখতে আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha