আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৬, ২০২৩, ৯:৩১ পি.এম
শালিখায় ভিজিএফ এর ৫৪ বস্তা চাউল সহ ৪জন আটক

মাগুরা শালিখা উপজেলার ২নং তালখড়ী ইউনিয়ন এর টিওরখালী গ্রাম থেকে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাউল সহ চার জন কে আটক করে শালিখা থানা পুলিশ।
শালিখা থানা ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শালিখা থানা, মাগুরার এসআই (নিঃ) মোঃ লিটন গাজী এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০৪/২০২৩ ইং তারিখ রাত অনুমান ১১ টা ৪৫ মিনিটের দিকে তালখড়ি বাজারে অবস্থানকালে শালিখা উপজেলার টিওরখালী (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ (চুয়ান্ন) বস্তা সরকারি ভিজিএফ চাউল সহ চোরাচালানকারী ৪ জন কে আটক করা হয়।
আটককৃতরা হলেনঃ ১) মোঃ রাজু শিকদার (৪০), পিং-মৃত হোসেন শিকদার, সাং-দিঘলগ্রাম,শালিখা,মাগুরা,
২) মোঃ হাসান কাজী (৩৮), পিং-মৃত আমির আলী কাজী, সাং-টিওরখালী (পশ্চিমপাড়া)শালিখা,মাগুরা, ৩) মোঃ খয়ের মন্ডল (৩৮), পিং-মৃত আহম্মদ মন্ডল, সাং-দিঘলগ্রাম,শালিখা,মাগুরা, ৪) মোঃ কালাম মল্লিক (৪২), পিং-মৃত মজিবর মল্লিক, সাং-মঘী, থানা+জেলা-মাগুরাকে গ্রেফতার করে।
এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন সরকারি চাউল রাখার অপরাধে তাদের কে আটক করা হয়। এবং এই সংক্রান্ত শালিখা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha