আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘মির্জা ফখরুল মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান কোনো রাজনীতিবিদ না, তাকে রাজনীতি থেকে সরানোর জন্য মামলা দিতে হবে।’
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে কুষ্টিয়া জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। সেই ক্ষমতাকে ব্যবহার করে তিনি সন্ত্রাস-দুর্নীতি করে গেছেন।’
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ৩৫০ দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহারের প্যাকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।