আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ৭:৪৮ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৬, ২০২৩, ২:৪৯ পি.এম
মাগুরায় আইএমইডি ও ভেনাস কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ইরেসপোর কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) পরিকল্পনা মন্ত্রণালয় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার স্থানীয় অংশগ্রহণকারীদের মাঝে স্থানীয় পর্যায়ে কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়।
রবিবার ১৬ এপ্রিল বেলা ১১ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় ও ভেনাস কনসাল্টিং প্রাইভেট লিমিটেড গুলশান ঢাকা এর আয়োজনে কর্মশালা করা হয়।কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ উল হাসান।
অনুষ্ঠানে ভিডিও জুমকলে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মহাপরিচালক (যুগ্মসচিব) পরিবীক্ষন ও মূল্যায়ন সেক্টর-৮ আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয় রাব্বী মিয়া। বিশেষ অতিথির আসনে ভিডিও জুমকলে উপস্থিত ছিলেন পরিচালক পরিবীক্ষন ও মূল্যায়ন সেক্টর-৮, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয় মুহাম্মদ কামাল হোসেন তালুকদার, উপ-প্রকল্প পরিচালক ইরেসপো-২য় পর্যায় বিআরডিবি ঢাকা মোঃ সাদেকুর রহমান, উপপরিচালক বিআরডিবি মাগুরা মোহাম্মদ মোক্তার হোসেন।
এছাড়াও সম্মানিত বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন ভেনাস কনসাল্টিং কনসালটেন্ট পরামর্শক শাহানাজ বেগম, পরিচালক ভেনাস কনসাল্টিং প্রাইভেট লিমিটেড সাদ আহমেদ, ভেনাস কনসালটেন্ট ডঃ এইচ এম সুলাইমান কবির, সহপরিচালক ইরেসপো বিআরডিবি ঢাকা মোঃ শরিফুল ইসলাম, মাগুরা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেবাশীষ কুমার দাশ।
সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) বিআরডিবি সাজেদা পারভীন বলেন ৪ টি সমিতির ২৬ জন মহিলা সদস্য কর্মশালায় অংশ গ্রহণ করেছে। সমিতি গুলোর নাম বড়খড়ি মধ্যপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতি, কাদিরাবাদ মধ্যপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতি, নান্দুয়ালী দাসপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতি, ইছাখাদা পশ্চিমপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতি এবং রাউতড়া এইচ এন স্কুল এন্ড কলেজ এর পল্লী উন্নয়ন কিশোরী সংঘের শিক্ষার্থী বৃন্দগণ।
কর্মশালায় মাশরুম চাষ, গরু মোটাতাজাকরন, মৌচাষ, হাঁস-মুরগি পালন ও সেলাই মেশিন প্রশিক্ষণ বিষয় সম্পর্কে অতিথিগণ সদস্যদের বক্তব্য শোনেন এবং গুরুত্বপূর্ণ বিষয় গুলোর পয়েন্ট করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha