সদরপুরে উপজেলা প্রশাসন আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রধাঞ্জলী অর্পন ও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৭ই মার্চের ভাষন, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অপর দিকে সকাল ১১ টায় সদরপুর থানা পুলিশের আয়োজনে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন পালন করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।