মাগুরায় বাংলা ১৪৩০ সন বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করেছে মাগুরা জেলা প্রশাসন। শুক্রবার ১৪ এপ্রিল সকাল ৮.৩০টার সময় পহেলা বৈশাখ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়িসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের নিয়ে নানা রঙের শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, জেলা কমানড্যান্ট শুভ্র চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক মনিরুজ্জামান, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ সহ প্রমুখ।
মঙ্গল শোভাযাত্রা শেষে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বর্ষবরণ উপলক্ষে শহরের নোমানী ময়দানে তিনদিন ব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মাগুরা জেলা বিসিক ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে মেলা পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha