আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৪, ২০২৩, ২:৪৩ পি.এম
ভূরুঙ্গামারীতে বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার ভূরুমারিতে মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে বাংলা নতুন বছরকে সাগত জানানো হয়। প্রতিবছর পহেলা বৈশাখে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে সাগত জানানো হয় তারই ধারবাহকতায় শুক্রবার (১৪ এপ্রিল) সকালে
উপজেলা মুক্ত মঞ্চ হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্তরে মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ময়দান আলি, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন সরকার সহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ, শিক্ষক, স্কাউট টিম, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ।
উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আলোচনা সভা, জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশন ও রচনা প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৬ সালে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে দেখা হয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha