কুষ্টিয়ার মিরপুরে আগুনে ১১টি বসতঘরসহ সাত বিঘা জমির পানের বরজ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার উপজেলার বারুইপাড়া ইউপির হাজরাহাটি বেলগাছি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
জানা যায়, অগ্নিকাণ্ডে বেলগাছি গ্রামের আমির আলী, কোরবান আলী, সোহেল রানা, আজমত আলী, কাতাবুর উদ্দিন, মোসলেম উদ্দিন, কুতুব উদ্দিন, ফিরোজ আলী ও কুদ্দুস আলী বসতঘর পুড়ে গেছে। এছাড়া বেলগাছি গ্রামের প্রায় ১৫ জন চাষির পানের বরজ পুড়ে গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ হোসেন। তিনি জানান, আগুনে ১১টি বসতঘর ছাড়াও ১৫ জন চাষির প্রায় সাত বিঘা পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।