আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১২, ২০২৩, ২:৪৯ পি.এম
খোকসায় পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবের হল রুম প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল শাহাদাত রত্ন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, খোকসা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, সুধী ও সাংবাদিকগণ। সভায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha